প্রকাশিত: Wed, Jan 11, 2023 5:04 PM
আপডেট: Wed, Jul 2, 2025 1:03 PM

‘আমি দৈত্য নই, কারো একার পক্ষে সন্ত্রাস করা সম্ভব নয়’: শামীমা

রাশিদুল ইসলাম: বিবিসি টেলিভিশন জঙ্গি গৃহবধূ শামীমা বেগমকে নিয়ে ১০টি সিরিজের পডকাস্ট সম্প্রচার শুরু করেছে। বিবিসির অনুসন্ধানী সাংবাদিকদের দল গত একবছর ধরে শামীমা বেগমের ধারাবাহিক সাক্ষাতকার নিয়েছে। শামীমাকে নিয়ে বিবিসির এধরনের অনুষ্ঠানের জন্যে ব্রিটিশ সম্প্রচারমাধ্যমের সমালোচনা করে অনেকে বলেছেন একজন সন্ত্রাসীকে এভাবে ‘প্লাটফরম’ দেওয়ার কোনো মানে হয় না। এর প্রথমটিতে শামীমা বলেছেন, আইএসআইএস’এর চেয়েও আমি অনেক কিছু। তিনি বলেন, সিরিয়ায় জঙ্গিদের সঙ্গে যোগ দেওয়ার আগে তিনি ব্রিটেন থেকে চকলেট নিয়ে যেতে ভোলেননি কারণ তিনি জানতেন সেখানে চকলেট পাওয়া যায় না। ডেইলি মেইল

শামীমার বয়স এখন ২৩ বছর। বিবিসি বলছে তাকে নিয়ে পডকাস্ট করার অর্থ হচ্ছে আদতে শামীমা কিভাবে সন্ত্রাসী চক্রে জড়িয়ে পড়ে তার অনুসন্ধান করা। 

মাত্র ১৫ বছরে ব্রিটেন থেকে সিরিয়ায় আইএস জঙ্গিদের সঙ্গে যোগ দিতে গেলেও ২০১৯ সাল থেকে তিনি শরণার্থী শিবিরে বাস করছেন। তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়ার কারণে দেশে ফিরে আসা সম্ভব হচ্ছে না এবং তা ফিরে পেতে তিনি আদালতে আইনী লড়াই শুরু করেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব